Saturday, August 15, 2020

ব্যবহৃত চশমার ফ্রেম সংগ্রহের উদ্যোগ

ব্যবহৃত চশমার ফ্রেম সংগ্রহ করছেন তাঁরা। ব্যবহৃত এই চশমার ফ্রেমগুলো দরিদ্র মানুষকে দেওয়া হবে। তাঁরা তাঁদের প্রয়োজনমতো ফ্রেমে কাচ বসিয়ে নেবেন। এতে খরচটা অনেকটাই কমানো যাবে। এ ধরনের ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন বাইকার ও যাব বহুদূরের প্রতিষ্ঠাতা ও টিম লিডার আতিকা রোমা। এতে সার্বিক সহযোগিতা দিচ্ছেন বেসরকারি সংস্থা উইমেন ইন ডিজিটালের সিইও আছিয়া নীলা। চশমার ফ্রেম পাঠানোর ঠিকানা: উইমেন ইন ডিজিটাল (৪র্থ... বিস্তারিত

0 comments:

Post a Comment