বাংলার লোককবিদের মরমি ভাবধারা যেমন গভীর, তেমনি তাঁরা সূক্ষ্ম পরিহাসপ্রিয়তায়ও কম পারদর্শী নন। জীবনের সুখ-দুঃখ, প্রাপ্তি-অপ্রাপ্তি ও বঞ্চনার কথা তাঁরা চমৎকার উপমা-উৎপ্রেক্ষার মাধ্যমে প্রকাশ করেন। জগতে সবাই যা চায়, তা পায় না। পেলেও কেউ কম পায়, কেউ পায় অপ্রত্যাশিত রকম বিপুল। তাই এক লোককবি লিখেছেন— মওলা তুমি মালিক, কাউকে দিলা টিয়ার বাচ্চাকাউকে দিলা শালিক। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে... বিস্তারিত
0 comments:
Post a Comment