মাধবী, মালঞ্চ, মালা, জুঁই ফুল, তেরছি, হাজার বুটি ইত্যাদি কতশত নাম আর কতশত মন–ভোলানো নকশা দিয়ে যে শাড়ি বোনা হয়, বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাজুড়ে তার গল্প ছড়িয়ে আছে! সুতার টানাপোড়েনে তৈরি হয় জামদানি, টাঙ্গাইল শাড়ি, পাবনার শাড়ির রঙিন জমিন। তৈরি হয় কুমারখালীর লুঙ্গি, গামছা। কারখানায় তৈরি হয় ডেনিম, টি–শার্ট ইত্যাদি। জানা যায়, বাংলাদেশে প্রতিবছর প্রায় ৮০০ কোটি মিটার কাপড় প্রয়োজন হয়... বিস্তারিত
0 comments:
Post a Comment