বই পড়ে কী হয়? জবাবে পণ্ডিতেরা কত কী বলবেন। তার সবটাই অন্যের মুখে ঝাল খাওয়া। বইপড়ুয়ারাই জানেন আসলে তাতে কী হয়। ভালো একটি বই পড়া যেন প্রিয়জনের সান্নিধ্যের মধুর অনুভূতি। চারপাশ কেমন অপার্থিব হয়ে ওঠে। ভরে যায় অলৌকিক আলোয়। ‘বই’ শব্দটির উৎস ‘বহি’। ‘বহি’ এসেছে আরবি শব্দ ‘ওহি’ থেকে। এর নামটিতেই তাই অলৌকিকের উদ্ভাস। যেন বই আমাকে নিয়ে এখনই উড়াল দেবে চেনা... বিস্তারিত
0 comments:
Post a Comment