Thursday, September 26, 2019

স্মার্টফোন বিক্রি কমছে ৩.২%

মানুষ এখন ঘন ঘন ফোন পরিবর্তন করছে না। পুরোনো ফোন বেশি দিন ধরে রাখছে। ফলে নতুন প্রযুক্তি নিয়ে আসা প্রিমিয়াম স্মার্টফোন বিক্রি হচ্ছে সীমিত। চলতি বছরও পুরোনো ফোন ধরে রাখা মানুষের হার বেশি বলে নতুন স্মার্টফোন বিক্রি কম হবে। বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের এক পূর্বাভাসে বলা হয়েছে, চলতি বছর নতুন স্মার্টফোন বিক্রি ৩ দশমিক ২ শতাংশ কমবে, যা সময়ের মধ্যে সবচেয়ে বেশি। খবর আইএএনএস। গার্টনারের বিশ্লেষক... বিস্তারিত

0 comments:

Post a Comment