Friday, May 24, 2019

গোলাপবন্দী

ছোট ছোট জেলার সার্কিট হাউসগুলো হলো পাড়ার শহীদমিনারের মতো। সারা বছর এর যত্নআত্তি নেওয়া হয় না। কোনো অকেশনে কিংবা ভিআইপি এলে হুড়োহুড়ি লেগে যায়। শাহীন যেহেতু ভিআইপি নয়, মাঠপর্যায়ের একজন সাধারণ সরকারি কর্মকর্তা, তাই তাকে নিয়ে কোনো হুড়োহুড়ি লাগল না। ফলে সে আলগোছে চাদর তুলে দেখে নিল অবহেলার চিহ্নগুলো। এ রকম সার্কিট হাউস ব্যবস্থাপনার সঙ্গে সেও একসময় জড়িত ছিল। ফলে বিষয়টা তার গায়ে লাগল। মনে মনে কিছুক্ষণ... বিস্তারিত

0 comments:

Post a Comment