Thursday, May 23, 2019

শীত আর ফিরবে না

‘উইন্টার ইজ কামিং’—এপ্রিল মাসে শীতের এই আহ্বান আর আলোড়ন তুলবে না টিভি সিরিজপ্রেমীদের মনে। বাস্তব ও কল্পনার এক অতুলনীয় রসায়নে সৃষ্ট গেম অব থ্রোনস ২০ মে ইতি টানল। প্রায় এক দশক ধরে দর্শকমহলে আধিপত্য বিস্তার করা এই সিরিজ শেষ হয়েও যেন কোথাও একটা রেশ রেখে গেল। ঘটনা আরেকটু দূর এগোলে হয়তো ভালো লাগত, এই আক্ষেপটা জিইয়ে রেখে শেষ হলো জিওটি। বহুল আলোচিত এই সিরিজের শেষ অর্থাৎ অষ্টম মৌসুম... বিস্তারিত

0 comments:

Post a Comment