প্রতিবছরের মতো পয়লা বৈশাখে এবারও প্রতিটি বিভাগকে স্টল সাজাতে বলা হয় আমাদের বিশ্ববিদ্যালয় থেকে। ২১টি বিভাগ, ২১টি স্টল। মেলার চার-পাঁচ দিন আগেই আমরা কাজ শুরু করি। ব্যবসা নয়, বরং মেলায় আবহমান বাংলাকে যেন তুলে ধরা যায়—এটাই ছিল উদ্দেশ্য। তাই স্টলগুলোতে একটু ভিন্নতা আনার চেষ্টা করি। স্টলের চারপাশ কাঁচা বাঁশের ওপর নকশা করা চাটাই দিয়ে ঘেরা, ওপরটায় ছিল খড়ের ছাউনি। আর স্টলের বাঁ পাশে বাঁশের তৈরি... বিস্তারিত
0 comments:
Post a Comment