Tuesday, November 20, 2018

ঢাকা না কলকাতা

ঢাকা ও কলকাতা দুই জায়গাই ভালোবাসি। কচি কলাপাতার মতো সজীব মনটি গড়ে উঠেছে এ দুই শহরকে কেন্দ্র করে। কলকাতা ছেড়েছি বহুদিন। কিন্তু ভুলতে পারিনি। বাল্য, কৈশোরের চেতনা উন্মেষের শহর এ দুটি। বই লিখেছেন অনেকে, আরও লেখা হবে। জব চার্নককে দেখিনি। দুটি ছোট ছোট গ্রাম। সুতানটি ও গোবিন্দপুর। একদিন আমি আর আমার বন্ধু ঝরনা [ক্লাস ফোর] ট্রামে করে গ্রাম দুটি খুঁজতে বেরোলাম। ট্রামের কন্ডাক্টর বললেন, ‘স্যার,... বিস্তারিত

0 comments:

Post a Comment