Sunday, September 2, 2018

রাজনৈতিক খামখেয়াল আর একটি গণহত্যা

দুজন শান্তিতে নোবেলজয়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, মিয়ানমারের জান্তার বিরুদ্ধে সংগ্রামী কণ্ঠস্বর অং সান সু চি। দুজনে মিলে ওভাল অফিসে মিয়ানমারে গণতন্ত্রের ভবিষ্যৎ ঠিক করছেন। সঙ্গে আছেন বিশ্বের বাঘা বাঘা কূটনীতিক। তবে এই চেষ্টায় হয়তো কিছু খামতিই ছিল। গণতন্ত্রের ‘গণ’ বাদ রেখে স্রেফ ‘তন্ত্র’ চর্চাই হচ্ছিল। কারণ, এরপরের গল্পটা মানবতার বিপর্যয়ের। মিয়ানমার রাখাইনের তুলাতলি গ্রাম, আগস্ট... বিস্তারিত

0 comments:

Post a Comment