তিনি স্কুল মাস্টারের মেয়ে ছিলেন । তাই যখনই রাগ হতো তখনই ডায়ালগ দিতেন, ‘আমি হইলাম তরু মাস্টারের মেয়ে, আমার সাথে বেচাল কইরা লাভ নাই...।’ভীষণ স্বামী সোহাগী ছিলেন। আর তা নিয়ে গর্বের শেষ ছিল না। বুড়ো বয়সে তার ডায়বেটিস ছাড়া আর কোনো রোগ ছিল না। খাবার দাবার, ওষুধ এসবের ক্ষেত্রে ভীষণ পার্টিকুলার ছিলেন। ফি বছর টমেটোর টক খেতেন। ডাল তার ভালো লাগত না। ঘর ভর্তি লোকের জন্য ডাল রান্না হতো আর তার... বিস্তারিত
0 comments:
Post a Comment