খাটের প্রতিটি পায়ার নিচে চারটি করে ইট দেওয়া। ফুটখানেক উঁচু হয়ে যাওয়া খাটের নিচে একটা বিছানা পাতা। সেই বিছানায় ঘুমায় দুই ভাই। হৃদয় আর আজাদ। খাটের ওপর বাবা-মায়ের সঙ্গে ঘুমায় আরেক ভাই আদর। অবশ্য মাঝেমধ্যেই ভোররাতের দিকে হৃদয় আর আজাদ খাটের ওপর গিয়ে শোয়। কারণ, তাদের বাবা মধ্যরাতেই কাজের জন্য বেরিয়ে যান। যখন শহরের কারও ঘুম ভাঙে না, তখন থেকেই কাজে নেমে যান জাহাঙ্গীর। পেশা যখন পরিচ্ছন্নতাকর্মীর, তখন এই... বিস্তারিত
0 comments:
Post a Comment